সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মন্দিরবাজার :: বৃহস্পতিবার ১০,আগস্ট :: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার কৃষ্ণপুর পঞ্চায়েতের বৃহস্পতিবার বোর্ড গঠনের দিনক্ষণ সবই আগে থেকে ঠিক ছিল । সময় মতো বোর্ড গঠনের জন্য বিজেপির জয়ী সদস্যরা উপস্থিত হন ।
সেই সময় হঠাৎ করে বিডিও অফিস থেকে তাদের জানানো হয় যে বোর্ড গঠন এদিন হবেনা । এই খবর পাওয়ার পরেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন বিজেপির প্রার্থী সহ কর্মী-সমর্থকরা । ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন বিজিপি নেত্রী অগ্নিমিত্রা পল । পঞ্চায়েত অফিসের বেশ কিছুটা আগে তাঁকে রাস্তার উপরে উপর আটকে দেয় পুলিশ ।
এরপর গাড়ি থেকে নেমে কর্মী-সমর্থকদের নিয়ে মাধবপুর বাজারে রাস্তার উপরে বসে বিক্ষোভে সামিল হন অগ্নিমিত্রা । উল্লেখ্য এই কৃষ্ণপুর পঞ্চায়েতের মোট ১৯ টি আসন । যারমধ্যে শাসক দল তৃণমূল পেয়েছে মাত্র ৫ টি আসন । অন্যদিকে আইএসএফ ৩ টি, নির্দল ১ টি ও বাকি ১০ টি আসন গিয়েছে বিজেপির ঝুলিতে ।
নিয়ম মেনে এদিন বোর্ড গঠন করার কথা ছিল বিজেপির । সেই মতো এদিন দুপুরে বিজেপির জয়ী প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে পঞ্চায়েত অফিসের উদ্দেশ্যে রওনা দেন । আর সেই সময় তাদের জানানো হয় এদিন বোর্ড গঠন হচ্ছে না ।
এর পরেই ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । অগ্নিপাত্র পল জানান , পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী এদিন যতক্ষণ না বোর্ড গঠন হবে , ততক্ষণ এই রাস্তা অবরোধ ও বিক্ষোভ চলবে ।