আজ স্বাধীনতা আন্দোলনের অমর শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। দেশের জন্য আত্ম বলিদান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: শনিবার ১২,আগস্ট :: “নিঃশেষে প্রাণ করিবে যে দান। ক্ষয় নাই তার ক্ষয় নাই” । স্বাধীনতা আন্দোলনের অমর শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। দেশের জন্য আত্ম বলিদান।

আজ ১১ই অগাস্ট ~ অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ ‘ক্ষুদিরাম বসু’র আত্মবলিদান দিবসে সাগরের চৌরঙ্গী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষথেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো । ১৯০৮ সালে আজকের দিনেই, মাত্র ১৮ বছর বয়সে ফাঁসির মঞ্চে আত্মবলিদান দিয়েছিলেন- ক্ষুদিরাম বসু।

বীর বিপ্লবীর প্রয়াণ দিবসে চৌরঙ্গী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রী দের সঙ্গে নিয়ে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে পালন করা হলো।ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের সর্বকনিষ্ঠ এক বিপ্লবী।

ফাঁসি মৃত্যুর সময় তার বয়স ছিল ১৮ বছর, ৭ মাস ১১ দিন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তাপস মণ্ডল বলেন ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনের কারণে ব্রিটিশ শাসকগোষ্ঠী যাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল, যিনি ফাঁসির মঞ্চে হাসিমুখে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন, তিনি আমাদের বাংলার বিপ্লবী ক্ষুদিরাম বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 16 =