সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ১২,আগস্ট :: পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে খুন হল বাবা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় চা বাগানে। বাগানের বড় লাইন এলাকায় পরিবারের সদস্যদের সামনেই মদ্যপ বাবাকে পিটিয়ে মারলো ছেলে।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, ছেলে বিনু ওরাওঁ তার মদ্যপ বাবাকে পিটিয়ে মেরেছে। দীর্ঘদিন ধরেই মদ্যপ বাবার অত্যাচার চলছিল বলে অভিযোগ। সেই অত্যাচার সহ্য করতে না পেরে বাবাকে লাঠি দিয়ে মারধর করে বিনু। সেই লাঠির আঘাতেই মৃত্যু হয় বাবা পালসু ওরাওঁঁয়ের।
পালসুর দ্বিতীয় ছেলে ভাদুয়া ওরাওঁঁ শনিবার বাবার মৃত্যুর জন্য বিনু ওরাঁকে দায়ী করে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ব্যাপক গন্ডগোল শুরু হয়। মৃত পালসু ওরাওঁঁয়ের বয়স ৬৫। ডেঙ্গুয়াঝার চা বাগানের প্রাক্তন শ্রমিক তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
অভিযুক্ত বিনু ওরাওঁকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।