নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৫,আগস্ট :: বিচিত্র রাজনীতি। গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা শাসক দলের। নতুন বোর্ডে তাদেরই প্রধান এবং উপপ্রধান। দুইজনকেই সমর্থন জানিয়েছেন কংগ্রেসের সদস্যরা। হাতের সমর্থন পেয়েই ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়েছে তৃণমূলের দুই সদস্য।
তাই বোর্ড গঠনের পর তৃণমূল নয়, উল্লাসে মেতে উঠেছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। নির্বাচিত প্রধান উপপ্রধান কে মিষ্টিমুখ করিয়েছেন এলাকার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক। অর্থাৎ এই পঞ্চায়েতে যে তৃণমূলের ঘরে বিভীষন থেকেই গেল, আর তা বলার অপেক্ষা রাখে না বলছে রাজনৈতিক মহল। তবে এমন ঘটনায় অস্বস্তি বেড়েছে তৃণমূলের জেলা নেতৃত্বেরও।