বিজেপি এবং তৃণমূল একত্রিতভাবে বোর্ড গঠন করল পঞ্চায়েত সমিতির।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৫,আগস্ট :: বিজেপি এবং তৃণমূল একত্রিতভাবে বোর্ড গঠন করল পঞ্চায়েত সমিতির। সভাপতি নির্বাচিত হলেন তৃণমূলের। সহ-সভাপতি হলেন বিজেপির। কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির ঘটনা।

এই পঞ্চায়েত সমিতির মোট আসন ৪২ টি। তৃণমূল তেরোটি, বিজেপি ১১ টি, কংগ্রেস ১৫ টি, সিপিএম একটি, এবং নির্দল দুটি আসনে জয়লাভ করে। ত্রিশঙ্কু ছিল এই পঞ্চায়েত সমিতি। কিন্তু আজ বোর্ড গঠনের ভোটাভুটিতে দেখা যায় তৃণমূলের তেরোজন বিজেপির নয় জন, সিপিএমের একজন এবং দুজন নির্দল সদস্য তৃণমূলকে সমর্থন করে।

সভাপতি নির্বাচিত হন তৃণমূলের নিরুপমা মন্ডল ঘোষ। একই ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন বিজেপির প্রিয়াঙ্কা সরকার দাস। আর এই বোর্ড গঠন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। জেলা যুব কংগ্রেস সভাপতি সানুয়ার জামান বলেন, তৃণমূল এবং বিজেপি মুদ্রার এপিঠ এবং ওপিট।

বিজেপির রাজ্য নেতারা মালদা এসে দেখুক তাদের নেতাদের কি চরিত্র। সময় এলে মানুষ যোগ্য জবাব দেবে। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল এবং বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − thirteen =