নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: মঙ্গলবার ১৫,আগস্ট :: সরকারি প্রতিষ্ঠানে মধ্যরাতে পতাকা উত্তোলন করতে গিয়ে বিতর্কে নাম জড়াল কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নার। পাশাপাশি জড়িয়ে পড়লেন জাতীয় পতাকা অবমাননার দায়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভায়।
নিয়ম অনুযায়ী কোনো সরকারি প্রতিষ্ঠানে মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করা যায় না। সেই নিয়ম নির্দেশকে থোড়াই কেয়ার করে কাঁথি পৌরসভায় মধ্যরাতে উত্তোলিত হলো দেশের জাতীয় পতাকা। এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দা ও দুঃখ প্রকাশ করলেন খোদ পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি।
শুধু তাই নয় পৌরসভার হয়ে তিনি কাঁথিবাসীর কাছে ক্ষমাও চাইলেন। তিনি বলেন এই ঘটনায় কাঁথির গরিমাকে নষ্ট করা হয়েছে। চেয়ারম্যান সুবল বাবু বোর্ড মিটিংয়ে কোনোরকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।