যুবক তার নাক ও দাঁড়ি দিয়ে ভারতের মানচিত্র আঁকলেন।ওই যুবকের নাম রতন দাস। বাড়ি মঙ্গলকোটের দাসগড় গ্রামে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১৬,আগস্ট :: পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের দাসগড় গ্রামের এক যুবক স্বাধীনতা দিবসের দিনে নজির সৃষ্টি করলেন। ওই যুবক তার নাক ও দাঁড়ি দিয়ে ভারতের মানচিত্র আঁকলেন।ওই যুবকের নাম রতন দাস। বাড়ি মঙ্গলকোটের দাসগড় গ্রামে।

বাবা মারা গেছেন। রতন দাস বর্তমানে তার মা স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে রয়েছেন দাসগড় গ্রামে। তিনিই বর্তমানে সংসারের একমাত্র রোজগার করেন। তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন ২০২১ সালে। তবে ছোট থেকেই তার আঁকার নেশা ছিল।শুধু তাই নয় ছোট্টবেলা থেকে তার মনের ইচ্ছা সে ছবি এঁকে সকলকে তাক লাগিয়ে দেবে।

বর্তমানে মঙ্গলকোটের বিভিন্ন সরকারি দপ্তরে বা রাজনৈতিক দলীয় কার্যালয়ে গেলে আপনারা দেখতে পাবেন রতন দাসের হাতে আঁকা বিভিন্ন মুনি-ঋষিদের ছবি। ইতিমধ্যে তিনি এই ছবি এঁকে কলকাতা, দিঘা এই সমস্ত এলাকা থেকে পুরস্কার ছিনিয়ে এনেছেন।তবে রতনের এবার ইচ্ছা সে ছবি এঁকে মানুষকে তাকিয়ে লাগিয়ে দেবে।

তাই তার স্বাধীনতা দিবসের দিনে চিন্তাভাবনা ছিল সে নাক ও দাড়ি দিয়ে ভারতের মানচিত্র আঁকবে। মাত্র ১৫ মিনিটের চেষ্টায় তিনি এই ভারতের মানচিত্র আঁকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + five =