নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: বুধবার ১৬,আগস্ট :: দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রমরমিয়ে চলছিল অবৈধ ও বেআইনি মদের ব্যবসা। কিন্তু শেষ রক্ষা আর হলো না। অবশেষে বাড়ি থেকে দেশি ও বিদেশি মদ তুলে এনে রাস্তায় ভেঙে গুঁড়িয়ে দিলো গ্রামের মহিলারা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কাঁথগঞ্জ গ্রামে।
অভিযোগ, দীর্ঘ ৫-৬ বছর ধরে কাঁথগঞ্জ এলাকায় ৪-৫ জন মিলে বিভিন্ন দোকানের আড়ালে চালাচ্ছিলো অবৈধ মদের কারবার। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে এদিন বাধ্য হয়ে বেআইনি মদের ঠেক ভাঙল গ্রামের প্রমিলা বাহিনী পাহাড়পুর ও কাঁথগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চা,পান,বিড়ির দোকান এবং স্টেশনারি দোকানের আড়ালে চলত অবৈধ মদের ব্যবসা। আবার গ্রামেরই কয়েকজন তাদের বাড়িতেই চালাতো এই অবৈধ মদের ঠেক। এদিন এলাকার মহিলারা একত্রিত হয়ে রাস্তায় কয়েকশো লিটার দেশি ও বিদেশি মদের বোতল ভেঙে গুঁড়িয়ে দেয় ।