কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদা :: পুরনো নিয়ম মেনে আজও কুমারী পুজো হয়ে আসছে ইংরেজবাজারের মালঞ্চপল্লী দত্ত বাড়িতে। 1972 সালে স্বর্গীয় নিবারণ চন্দ্র দত্ত এই পুজোর শুভ সূচনা করেছিলেন। প্রথম থেকেই অষ্টমীর দিন কুমারী পুজো হয়ে আসছে এ দত্ত বাড়ির পূজাতে।
বর্তমানে এই পুজোর দায়িত্বে রয়েছেন স্বর্গীয় নিবারণ চন্দ্র দত্তের ছেলে বিশ্বজিৎ দত্ত। এলাকার বাসিন্দারা অষ্টমীর দিন সকালে সবাই এই পুজো দেখতে সামিল হন দত্ত বাড়িতে। কুমারী পূজার পর চলে প্রসাদ বিতরণ। এবারে দত্তবাড়ির 49 তম কুমারী পুজো।