আমার ছেলে নির্দোষ দাবি অসিতের মায়ের

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: বুধবার ১৬,আগস্ট :: যাদবপুরের ঘটনায় বুধবার সকালে ছয়জনকে গ্রেফতার করে লালবাজার পুলিশ । এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীর বাসিন্দা যাদবপুরের পড়ুয়া অসিত সরদার। তবে এই ঘটনার সঙ্গে ওই ছাত্র কোনওভাবেই জড়িত নয় বলে দাবী করেছেন পরিবারের লোকজন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয় অসিতকে। পড়ুয়ার মৃত্যুর পরের দিনই বাড়ি ফেরেন অসিত সরদার। বাড়িতেই মাঝে মধ্যেই আসতেন অসিত। যাদবপুরের সেদিনের ঘটনা নিয়ে বাড়িতে আলোচনাও করেন তিনি। তবে এই ঘটনার সঙ্গে জড়িত বলে তার আচার আচরণে কোনও প্রভাব পড়েনি বলেই জানান তার পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে খবর, সে বাড়িতে বলে গিয়েছিল থানা থেকে ডেকেছিল। জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডাকা হয়। গত কাল সন্ধ্যায় বাড়ি ফেরে সে। এরপর পুলিশ এসে অসিতকে গ্রেফতার করে। এই ঘটনার সঙ্গে অসিত কোনওভাবেই যুক্ত নয় বলে দাবী অসিতের মা সুমিত্রা মণ্ডলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =