সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: বুধবার ১৬,আগস্ট :: শহীদ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে আসন্ন ধুপগুড়ির বিধানসভার উপনির্বাচনের প্রার্থী করা হলো বিজেপির তরফ থেকে।সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায় বিগত ২০২১ সালের মার্চ মাসে বারামুলায় জঙ্গি হানায় আহত হন । চিকিৎসা চলাকালীন ২৯ মার্চ মারা যান।
২০২১ সালে বিধানসভা ভোটের প্রচারে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত সময় বিভিন্ন অভাব অভিযোগ মমতা ব্যানার্জির কাছে জানানো হয়। উল্লেখ্য ওই শহীদ জগন্নাথের পরিবার তৃণমূল ঘনিষ্ঠ বলেই জানা গেছে। সেই বাড়ি থেকেই বিজেপির উপ-নির্বাচনের প্রার্থী করায় কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
অপরদিকে অচেনা অজানা মুখ বিজেপির প্রার্থী হতে ক্ষোভ দলের অন্দরে। এই নতুন বিজেপি প্রার্থীকে মেনে নিতে পারছে না বিজেপির নিচুতলার কর্মীরা। এক বিজেপি কর্মীর অভিযোগ, দলে অনেক যোগ্য প্রার্থী ছিল। কিন্তু অচেনা একজনকে দাঁড় করিয়ে দিল দল। তবে দল যা ভালো বুঝেছে করেছে। আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কথায়, শহীদ জগন্নাথ রায়ের স্ত্রীকে প্রার্থী করে সেন্টিমেন্ট ভোট আদায়ের চেষ্টা করছে বিজেপি। যা নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। তাপসী রায় জানিয়েছেন বিজেপি প্রার্থী করবে জানিনা। তবে মানুষের জন্য কাজ করতে চাই। ধুপগুড়ি হাসপাতালকে উন্নত করতে চাই।