সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বৃহস্পতিবার ১৭,আগস্ট :: বছরখানেক আগেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ডাবু খালের উপরে তৈরি হয়েছিল কাঠের সেতু। জয়রামখালি ও দুমকি গ্রামের সংযোগকারী এই কাঠের সেতুটি আচমকা ভেঙে পড়ে । এর ফলে সমস্যায় পড়েছেন দুপাশের কয়েক হাজার মানুষ।
রু করেস্কুল পাঠশালা থেকে শু বাজার ঘাট, যাওয়া এমনকি হাসপাতালে যাওয়ার জন্য এই কাঠের সেতুকে ব্যবহার করতে হয় স্থানীয় মানুষদের। দীর্ঘদিন ধরে এখানেই ছিল একটি কংক্রিটের সেতু। বছর দুয়েক আগে সেটি আচমকা ভেঙে পড়ায় অনেক তদবিরের পর এই কাঠের সেতুটি তৈরি হয়েছিল ডাবু খালের উপরে।
কিন্তু সেটিও এক বছরের বেশি টিকলো না। স্থানীয়দের দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ার কারণেই ভেঙে পড়েছে এটি। দ্রুত যাতে এই সেতুটি সংস্কার করা যায় সেই দাবি তুলেছেন স্থানীয়রা। বিষয়টি জেনে দ্রুত নতুন সেতু তৈরীর আশ্বাস দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস।