নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ১৭,আগস্ট :: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। গত ১৪ আগষ্ট ওই বিশ্ববিদ্যালয়ের পাঠানো চিঠিতে ‘সন্তুষ্ট নয়’ ইউজিসি, বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
বৃহস্পতিবার বাঁকুড়ায় সাংবাদিকদের তিনি আরো বলেন, ইউজিসি-র তরফে নির্দিষ্ট ১২ টি প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠিয়ে পুঙ্খানুপুঙ্খ উত্তর চাওয়া হয়েছে। রেগিং ঠেকাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয়েছে।
১৬ আগষ্ট ইউজিসি-র তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো ওই চিঠির উত্তর ২৪ ঘন্টার মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।