শ্রাবণ মাস জুড়ে গ্রামবাংলায় ভেসে আসে মনসা মঙ্গল সুর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি  :: বৃহস্পতিবার ১৭,আগস্ট :: বর্ষাকালে গ্রাম বাংলার আনাচে কানাচে সাপে র উপদ্রব বৃদ্ধি পায় । সর্পের দেবী হলেন মা মনসা বা মা    বিষহরি । নিজেদের মঙ্গল কামনায় শ্রাবন সংক্রান্তিতে গ্রামবাংলার মানুষ জ্যান্ত দেবী রূপে মা মনসার পূজা করে থাকেন ।

সারা শ্রাবন জুড়ে গ্রামের মনসা মন্ডপে , আটচালা য় সমবেত ভাবে মনসা মঙ্গল পালা গান গাওয়া হয়। এই পালা গানের মূল বিষয় দেবীর মর্তে আগমন, বেহুলা লক্ষীন্দরের কাহিনী সহ পূজা প্রচার। বিষম ঢাকি,জুড়ি হারমোনিয়াম করতাল সহযোগে মনসামঙ্গল গান গাওয়া হয়। মনসা মঙ্গল যাত্রা শুনতে ভীড় জমায় গ্রাম থেকে পাশের গ্রামের মানুষেরা।

মনসামঙ্গল গায়ক সুব্রত ব্যানার্জী বলেন,আমরা বংশপরম্পরায় এই পালা গান করে আসছি। বিগত দিনের থেকে এখন আরো জনপ্রিয় হয়েছে মনসামঙ্গল গান। এখন জেলা ছাড়িয়ে ভিন জেলায় এই পালা গানের আসর জন্য ডাক আসে। ডিজিট্যাল ভারতবর্ষে আজও বর্ষণমূখর শ্রাবন সন্ধ্যায় গ্রামবাংলার মনসা মন্ডপ থেকে ভেসে আসে মঙ্গলকাব্য গাথা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + ten =