কোচবিহার: বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে বিজেপির শহর মন্ডল কমিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ১৮,আগস্ট :: কোচবিহার পৌরসভার বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে আজ বিজেপির কোচবিহার শহর মন্ডল কমিটির পক্ষ থেকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বিজেপির অভিযোগ,ভেঙে পড়েছে কোচবিহার পৌরসভার পৌর পরিষেবা।নিকাশী নালা থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুর বেহাল দশা। শহরের বুকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পৌরসভার পরিষেবা নিয়ে উদাসীন।অপরদিকে কোচবিহার পৌরসভার নাগরিকদের উপর বাড়িয়ে চলেছেন করের বোঝা।

বাড়ির প্ল্যান পাস করানোর জন্য তিনগুণ বেশি টাকা নেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। যার ফলে নাজেহাল অবস্থা কোচবিহার পৌরসভার সাধারণ নাগরিকদের। অবিলম্বে অন্যায় ভাবে চাপিয়ে দেওয়া কর বাতিলের দাবিতে এবং সুষ্ঠু পৌর পরিষেবার দাবিতে আজ শহর জুড়ে মিছিল করে পৌরসভার সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মীরা।

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে এর নেতৃত্বে চলে এই বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভের পাশাপাশি কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষের কাছেও একটি স্মারকলিপি প্রদান করা হয়। যদিও রবীন্দ্রনাথ ঘোষ জানান, পৌর আইন মেনেই সমস্ত কর ধার্য করা হয়েছে।

এছাড়াও শহরের অনেকেই রাতের অন্ধকারে নোংরা আবর্জনা রাস্তা এবং নিকাশি-নালায় ফেলছে।আমরা যেমন তৎপরতার সঙ্গে মানুষকে সচেতন করছি এবং প্রতিদিন নোংরা আবর্জনা পরিষ্কার করছি তেমনি ভাবে বিজেপির নেতৃত্বদের কাছেও আবেদন জানিয়েছি। তারাও যেন মানুষকে সচেতন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + seven =