গোবরডাঙা থানার পুলিশের পক্ষ থেকে রাস্তায় দুর্ঘটনায় এড়াতে নেওয়া হলো বেশ কিছু কর্মসূচি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোবরডাঙা :: শুক্রবার ১৮,আগস্ট :: রাস্তায় প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। প্রশাসনের তরফে বিভিন্ন সময় সচেতনতামূলক অনুষ্ঠানও কম করা হয়নি। তবুও মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। কখনো চালকদের ভুলে, কখনো পথ চলতি সাধারণ মানুষ ট্রাফিক আইন না মেনে পথ চলার কারণে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার গোবরডাঙা থানার পুলিশের পক্ষ থেকে রাস্তায় দুর্ঘটনায় এড়াতে নেওয়া হলো বেশ কিছু কর্মসূচি। স্থানীয় বেড়গুম বাজার থেকে পায়রাগাছি পর্যন্ত সেফ ড্রাইভের বার্তা নিয়ে যেমন পদযাত্রা করা হয় ,তেমনি ট্রাফিক আইন না মেনে বাইক চালানো চালকদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল ও সচেতনতা মূলক কার্ড।

গোলাপ ফুল দেওয়ার কারণ একটু লজ্জায় ফেলে দিয়ে বাইক চালকদের ট্রাফিক আইন বুঝিয়ে দেওয়া। এছাড়া একটি পথনাটকের মাধ্যমে কিভাবে দুর্ঘটনা হয় তাও দেখানো হলো। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা এদিনের পদযাত্রায় পা মেলায়।

একইসঙ্গে সমস্ত কর্মসূচিতে দেখা যায় হাবড়া পুলিশ মহাকুমার এসডিপিও রোহিত শেখকে। এখন দেখার দুর্ঘটনা এড়ানোর জন্য যে সচেতনতা কর্মসূচি নেওয়া হলো তা কতটা কাজে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + eleven =