আধুনিক ও বিজ্ঞান সম্মত উপায়ে ধান ও সব্জী বীজ উৎপাদনের দুদিনের কর্মশালা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ১৯,আগস্ট :: জেলার একটা বড় অংশের কৃষক নির্ভর করে ধান চাষ ও সব্জী চাষের উপর। এবার সেই চাষীদের নতুন দিশা দেখাচ্ছে পরশমণি । সদর শহর সংলগ্ন দামোদর পুরে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান বীজ ও সব্জী বীজ উৎপাদনের বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি চলে দুই দিন। পরশমণি ডেভেলাপমেন্ট এবং রিসার্চ ফাউন্ডেশন এর সহযোগিতায় ও ICAR রাষ্ট্রীয় ধান অনুসন্ধান সংস্থান এবং ভারতীয় সব্জী অনুসন্ধান সংস্থান এর ব্যাবস্থাপনায় এদিন কৃষক দের প্রশিক্ষণ প্রদান করা হয়। উৎকৃষ্টতম বীজ উৎপাদনের বিষয়ের সঙ্গে বিভিন্ন রোগ পোকার হাত থেকে কিভাবে বীজ বাঁচাতে হবে সেই বিষয় তুলে ধরা হয়।

এই কর্মশালায় অংশগ্রহণ করেন বাঁকুড়া জেলার পাশাপাশি পড়শি জেলার উৎসাহী কৃষকরা। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানীরা এবং পরশমণি কর্ণধার সিদ্ধার্থ সেন। সিদ্ধার্থ সেন বলেন, হারিয়ে যাওয়া বীজ সংরক্ষণের জন্য একটি জার্ম প্লাজম্ ব্যাঙ্ক তৈরী করতে পেরেছি ।

পাশাপাশি সরকারের কাছে একটি সীড-হাব এর জন্য প্রস্তাব পাঠিয়েছি। আমাদের এখানে একটি সীড হাব হলে চাষীর সুবিধার সাথে নতুন কর্মসংস্থানের সুযোগ ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − fifteen =