জঙ্গল থেকে ভেসে আসছে গর্জন , বাঘের আতঙ্কে পাহারায় গ্রামবাসীরা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা :: রবিবার ২০,আগস্ট :: রাতভর জঙ্গল থেকে ভেসে আসছে গর্জন। গর্জন শুনে আতঙ্কিত গ্রামবাসীরা । তাই রাতভোর হাতে লাঠি নিয়ে গ্রাম পাহারায় ব্যস্ত গ্রামবাসীরা। বাঘের আতঙ্কে কার্যত সিটিয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার নান্দাভাঙা গ্রামের মাঝেরপাড়া এলাকার মানুষজন ।

শনিবার রাতে জঙ্গল থেকে বিকট গর্জন শুনতে পায় গ্রামবাসীরা। গর্জন শুনে গ্রামবাসীরা অনুমান করেন গ্রামের কাছাকাছি এসেছে দক্ষিণ রায় । বাঘের আক্রমণ থেকে গবাদি পশু ও নিজেদেরকে রক্ষা করার জন্য হাতে টর্চ ও লাঠি নিয়ে গ্রামবাসীরা গ্রাম পাহারায় ব্যস্ত হয়ে পড়েন । সারারাত ধরে চলে পাহারা ।রাতেই খবর দেওয়া হয় বন বিভাগ ও পুলিশকে।

রবিবার সকাল হতেই এলাকায় এসে পৌঁছান বন বিভাগের আধিকারিকেরা ও কাকদ্বীপ থানার পুলিশ। আতঙ্কের রাত কেটে যাওয়ার পর সকাল হতে গ্রামবাসীরা দেখতে পান কাদার উপর অজানা জন্তুর পায়ের ছাপ। পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা ।গ্রামবাসীদের প্রাথমিক অনুমান এই পায়ের ছাপ বাঘেরই।

কিন্তু বনআধিকারিকরা তাদের আশ্বস্ত করেন এই পায়ের ছাপ বাঘের নয়। পায়ের ছাপ পর্যবেক্ষণ করে জানান এই পায়ের ছাপ বাঘরোল কিংবা বন বিড়ালের। বন আধিকারিকদের এই কথায় কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রামবাসীরা।

প্রত্যক্ষদর্শী আলপনা গিরি বলেন, শনিবার রাতে জঙ্গল থেকে বিকট গর্জন শুনতে পাওয়া যায় । গর্জন শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে দুটো চোখ , গায়ের ডোরাকাটা দাগ।

আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন গোটা গ্রামের মানুষজন । গ্রামবাসীরা টর্চ ও লাঠি নিয়ে গ্রাম পাহারা দেন রাতভোর। খবর দেওয়া হয় বনবিভাগ ও স্থানীয় পুলিশ প্রশাসনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =