কর্মরত চিকিৎসকের বিরুদ্ধে চিরকুটে মোবাইল নম্বর লিখে দিয়ে রোগীদের নিজস্ব প্রাইভেট চেম্বারে নিয়ে যাওয়ার অভিযোগ ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: সোমবার ২১,আগস্ট :: ইসলামপুরের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ইসলামপুর মহকুমা হাসপাতালে জরুরি পরিষেবায় কর্মরত চিকিৎসকের বিরুদ্ধে চিরকুটে মোবাইল নম্বর লিখে দিয়ে রোগীদের নিজস্ব প্রাইভেট চেম্বারে নিয়ে যাওয়ার অভিযোগ ।

তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ একবার চিকিৎসা করিয়ে ছুটি নিয়ে হাসপাতাল থেকে বাড়ি যাবার পর ফের রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়াতে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে প্রথমে চিকিৎসকরা সেই সমস্ত রোগীকে ভর্তি নিতে চাননি ।

পরে রোগীর আত্মীয় পরিজনদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চিকিৎসকরা রোগীদের ভর্তি নিতে রাজি হন ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ইসলামপুর মহকুমা হাসপাতালে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে |

সব মিলিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালের জরুরী পরিষেবায় কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে রোগীদের প্রাইভেট চেম্বারে পাঠানোর অভিযোগে ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বর সরগরম হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 4 =