পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরল উত্তরপ্রদেশের যুবক

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: মঙ্গলবার ২২,আগস্ট :: দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার পুলিশের তৎপরতায় লোকালের হাট থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন উওরপ্রদেশের এক যুবককে তুলে দেওয়া হল পরিবারের হাতে।

উওরপ্রদেশের সীতাপুর জেলার রামপুর মথুরা থানার সহেরি গ্রামের গরীব কৃষক বাবুরামের একমাত্র ছেলে ওংকার ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় আড়াই বছর আগে। অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে নাপেয়ে স্থানীয় চাঁদপুর চৌকিতে অভিযোগ জানান বাবুরাম। এদিকে বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে অবশেষে পশ্চিমবঙ্গে চলে আসে মানসিক ভারসাম্যহীন ওংকার।

এতদিন ধরে তাদের একমাত্র ছেলেকে নাপেয়ে প্রায় আশা ছেড়ে দিয়েছিলো ঐ যুবকের পরিবার। এদিকে গত শুক্রবার বকুলতলা থানার বাইশহাটার লোকালের হাটে এক যুবককে ইতস্তত ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে কথায় অসংলগ্ন থাকায় বকুলতলা থানায় খবর দেয় বেশ কয়েকজন ।

তারপর বকুলতলা থানায় নিয়ে এসে ঐ ভারসাম্যহীন যুবককে ক্রমাগত জিজ্ঞেসাবাদ করে উওরপ্রদেশের রামপুর মথুরা ও সহেরি গ্রামের সন্ধান পায় পুলিশ । এরপর ওই থানার সাথে যোগাযোগ করেন বকুলতলা থানার ওসি তাপস মন্ডল।

আর তার পর ওখানকার থানা মারফত খবর পেয়ে ঐ মানসিক ভারসাম্যহীন যুবকের বাবা ও দুজন প্রতিবেশী আসেন হারানো ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে। বকুলতলা থানায় দাঁড়িয়ে ঐ যুবকের বাবা বাবুরাম তাঁর ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

তিনি এদিন তাঁর ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য বকুলতলা থানার ওসি সহ সকল পুলিশ কর্মীকে ধন্যবাদও জানান। এরপর তাদের ছেলেকে নিয়ে উওরপ্রদেশের পথে রওনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eleven =