এক কাপ চায়ের দাম সাড়ে ৭ লাখ টাকা !

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: এবার সোনার থেকেও দামি চায়ের সন্ধান মিলেছে। যার এক গ্রামের দাম সোনার এক গ্রামের দামের থেকে ৩০ গুণ বেশি। এর এক কাপ চায়ের দাম সাড়ে সাত লাখ টাকা। শুনলে খটকা লাগলেও ঘটনা সত্যি। বিশ্বের অন্যতম দামি এই চায়ের নাম ‘দা হোং পাও’।

বিরল জাতের এই চা উৎপন্ন হয় চীনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে। গোটা বিশ্বের মধ্যে একমাত্র চীনে এই চায়ের ছয়টি গাছ রয়েছে। বিরল এবং উৎকৃষ্ট গুণমানের জন্য দা হোং পাও-কে চায়ের রাজা বলা হয়।

সংবাদমাধ্যমের  খবরে বলা হয়, ২০০৬ সালে চীনা সরকার প্রায় ১১৭ কোটি টাকার বিমা করিয়েছে এই ছয়টি চা গাছের জন্য। এক কেজি এই চায়ের দাম প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকা। জানা গেছে, ৩০০ বছর ধরে এই চায়ের চাষ হচ্ছে চিনে।

এই চায়ে ক্যাফিন, থিওফিলিন, পলিফেনলস এবং ফ্ল্যাবোনয়েড আছে। স্বাস্থ্যের পক্ষে যা খুব উপকারী। প্রতি দিন এই চা খেলে ত্বক ভাল থাকে। মাটির পাত্রে বিশুদ্ধ জলে এই চা বানাতে হয়। সুগন্ধের জন্যও এই চায়ের দাম এত বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nine =