সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা :: বুধবার ২৩,আগস্ট :: সাতসকালে গ্রামবাসীরা গ্রামের একটি পুকুরে দেখতে পান কুমির ভাসছে । আর সেই কুমির দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা । চিৎকার চেচামেচিতে মুহুর্তের মধ্যে ওই পুকুরটিকে ঘিরে ফেলেন কৌতুহলী ও আতঙ্কিত গ্রামবাসীরা।
গ্রামবাসীদের চিৎকারের ফলে ওই পুকুর থেকে অন্য পুকুরে লাফ দিয়ে পালায় কুমিরটি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর গ্রামবাসীরা খবর দেন কাকদ্বীপ থানায় ও বকখালি বনবিভাগের অফিসে ।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা নামখানার ফটিকপুর শাসমল পাড়াতে। অবশেষে কুমিরটিকে ধরার জন্য পুকুরের জল বের করে দেওয়ার জন্য পাম্প বসানো হয়। বনবিভাগের আধিকারিকেরা কুমিরটিকে ধরার জন্য গোটাপুকুর জাল দিয়ে ঘিরে ফেলেন। এরপর বেশ কয়েক ঘন্টা প্রচেষ্টায় অবশেষে কুমিরটিকে পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হন তাঁরা ।
বনকার্তারা জানান কুমিরটি লম্বায় প্রায় ৩ ফুটের কাছাকাছি। কুমিরটিকে উদ্ধারের পর পাথরপ্রতিমা ভগবতপুর কুমির প্রকল্পে কুমিরটিকে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।