নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বুধবার ২৩,আগস্ট :: চন্দ্রযান ৩ সফল অবতরণ কামনা করে যজ্ঞানুষ্টানের আয়োজন বালুরঘাটে। বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি ও বালুরঘাট শহর মন্ডল কমিটির যৌথ ব্যবস্থাপনায় রীতিমত মন্ডপ বেঁধে মন্দিরের সামনে হোম যজ্ঞ অনুষ্ঠান পালন করে বিজেপির কর্মকর্তারা।
যেখানে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির শহর মন্ডল কমিটির সভাপতি সমীর প্রসাদ দত্ত। জানা যায়, ইসরোর পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সন্ধ্যা ছটার পরেই চন্দ্রযান ৩ চাঁদের মাটি স্পর্শ করবে। যা এর আগের বার সম্পূর্ণ হয়নি।
শেষ মুহূর্তে গিয়ে এবার যাতে সেই ভাবে কোন সমস্যা না তৈরি হয়, তার জন্যই ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করলেন বিজেপির কর্মী সমর্থকরা। গোটা দেশের সাথে সাথে বালুরঘাটেও বিজেপির কর্মী সমর্থকরা যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন চন্দ্রযানের সফল অবতরণের।

