নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বুধবার ২৩,আগস্ট :: কৃষ্ণনগর জেলা পুলিশের তৎপরতায় বুধবার দুপুরে কৃষ্ণনগর বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ১৫০ মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকদের হাতে সেগুলি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
এই দিন পুলিশ সুপার অফিসের মিটিং হলে বসেছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের পুলিশ সুপার ঈশানী পাল সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা। কৃষ্ণনগর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে কৃষ্ণনগর পুলিশ জেলার একাধিক প্রান্ত থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল মালিকরা বিভিন্ন সময় তাদের মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন বিভিন্ন থানায়।
মূলত তারই তদন্তে নেমে এই দিন মোবাইলগুলি উদ্ধার করে দেড়শোটি মোবাইল আনুষ্ঠানিকভাবে মোবাইল মালিকদের হাতে তুলে দেন পুলিশকর্তারা। প্রকৃত মোবাইল মালিকদের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দিয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের পুলিশ সুপার ঈশানী পাল বলেন,
আগামী দিনেও পুলিশ একইভাবে জনসাধারণের স্বার্থে কাজ করে যাবে। সব সময় কৃষ্ণনগর জেলা পুলিশ জেলা বার্ষিক স্বার্থে তাদের পাশে রয়েছে।