নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: বৃহস্পতিবার ২৪,আগস্ট :: এক চাষীর বাড়িতে দুই মুখ গরুর বাছুরের মাথা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মূলগ্ৰামের এক চাষীর বাড়িতে একটি গরুর বাছুরের দুটি মাথা জন্ম নিয়েছে। গতকাল রাতে মূলগ্ৰামের চাষী সোমনাথ মঝির বাড়িতে একটি গরুর বাছুর থেকে দুটি মাথা দেখতে পাওয়া যায়।
বকোন বাছুরটির দুইটি মুখ দুইটি কান এবং চার পা আছে কিন্তু মাথা দুইটি। মূলগ্ৰামের চাষী সোমনাথ মঝির বাড়িতে বিরল এই বাছুর জন্ম নেয়ার খবরে এলাকা জুড়ে হইচই পড়ে। বুধবার সকাল ছাড়াও দুপুর পর্যন্ত বাছুরটিকে দেখতে এলার মানুষেরা ভিড় জমাচ্ছেন। সোমনাথ মঝি বলেন,দীর্ঘ অনেক বছর ধরে গরু লালন-পালন করে আসছি। কিন্তু এই ধরণের ঘটনা এই বার প্রথম।