চলন্ত ট্রেনে পাওয়ার কেবিনে জোর করে ওঠার চেষ্টা জি আর পি কর্মীদের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৫,আগস্ট :: চলন্ত ট্রেনে পাওয়ার কেবিনে জোর করে ওঠার চেষ্টা জি আর পি কর্মীদের।বাধা দেন পাওয়ার কেবিনের দায়িত্বে থাকা রেল কর্মী কমলজিৎ প্রসাদ।এরপরই দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সেই ছবি মোবাইল বন্দি হয়।যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৪ শে আগস্ট আপ সরাইঘাট এক্সপ্রেসে।কমলজিৎ প্রসাদ জানান ট্রেনটি যখন মালদা স্টেশনে আসে তখন সুমিত হালদার ও মাসিদুর রহমান নামে দুজন জি আর পি কর্মী জোর করে পাওয়ার কেবিনে উঠতে চায়।কিন্তু পাওয়ার কেবিনে অন্যকারোর ওঠার অনুমতি থাকেনা নিরাপত্তার কারনে।তিনি বাধা দিলে কেবিনের মধ্যেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ।

সাময়িকভাবে বিষয়টি মিটে গেলেও নিউ জলপাইগুড়ি স্টেশনে তাকে আবারও হেনস্থা করা বলে কমলজিৎ প্রসাদ অভিযোগ করেন।এই ঘটনার প্রেক্ষিতে আজ গৌহাটি জি আর পি তে অভিযোগ দায়ের করেন অভিযোগকারী রেলকর্মী।এই ঘটনার বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 11 =