আবারও বিধ্বংসী আগুন বানতলার রাসায়নিক কারখানার গোডাউনে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: রবিবার ২৭,আগস্ট :: আবারও বিধ্বংসী আগুন দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ে বানতলার একটি রাসায়নিক কারখানার গোডাউনে।শনিবার রাতে লেদার কমপ্লেক্সের ৩ নম্বর গেটের সামনে একটি কেমিক্যাল গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন।

তবে আগুনের লেলিহান শিখা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ১০টা নাগাদ বানতলায় লেদার কমপ্লেক্সের ৩ নম্বর গেটের সামনে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে।

কয়েক মিনিটের মধ্যেই দ্রুত আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বানতলা থানার পুলিশ ও দমকলের ৪টি ইঞ্জিন। দমকলকর্মীরা জল দিয়ে ক্রমাগত আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু, আধঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

গোডাউনের সামনের দিকে আগুনের তীব্রতা কিছুটা কমলেও পিছনের দিকে এখনও আগুনের শিখার তীব্রতা রয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আশপাশে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা স্থানীয়দের। যদিও লেদার কমপ্লেক্সের কেমিক্যাল গোডাউনের আশপাশে জনবসতি নেই। তবে কাগজের কারখানা-সহ বেশ কয়েকটি কারখানা রয়েছে।

ফলে আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে আশপাশের কারখানাও ক্ষতিগ্রস্ত হবে।ঠিক কীভাবে এই রাতে কেমিক্যাল গোডাউনে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে গোডাউনের ভিতর নানা ধরনের রাসায়নিক ছিল। সেগুলিতে কোনভাবে আগুনের ফুলকি পড়েছে এবং তার থেকেই গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে দমকল বাহিনীর অনুমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =