সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: মালবাজার :: রবিবার ২৭,আগস্ট :: কেক দিয়ে “গর্বের মুহূর্ত” তৈরী করে তাকে লাগিয়ে দিলেন মালবাজারের এক যুবতী। বীরদর্পে চাঁদ জয় করল ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে পা পড়ল ল্যান্ডার ‘বিক্রম’-এর। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে, সব ব্যর্থতাকে ভুলে ইতিহাস তৈরি করল ভারত।
চাঁদের পৃষ্ঠে সফল ভাবে অবতরণ করল ইসরোর চন্দ্রযান-৩। রুদ্ধশ্বাস উদ্বেগের প্রহর কাটিয়ে বুধবার, ঠিক সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে পাখির পালকের মতো নেমে আসে চন্দ্রযান-৩। “বিক্রম” এর সফল ল্যান্ডিংয়ের পর উচ্ছ্বসিত গোটা দেশ। এই উচ্ছ্বাস ক্যামেরা বন্দি করছে সারা দেশের মানুষ।
আর তার মধ্যে একজন মালবাজারের শ্রেয়সী। তবে শ্রেয়সী শুধু ক্যামেরা বন্দীতেই থেমে থাকেনি, বানিয়ে ফেলেছেন “গর্বের মুহূর্ত”এর আস্ত একটি কেক। নিজ গুণে চাঁদের ওপর চন্দ্রযান-৩ দেখতে কেমন হতে পারে, সেই কাল্পনিক ছবিটি কেকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি। যা অবাক করছে সকলকে।