বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে পালিত হলো ইসকন মায়াপুরের ঝুলন উৎসব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: সোমবার ২৮,আগস্ট :: বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে পালিত হলো ইসকন মায়াপুরের ঝুলন উৎসব।চিরাচরিত প্রথা ও নিয়ম মেনে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ইস্কনের প্রধান কার্যালয় শ্রীধাম মায়াপুরে ঝুলন উৎসব.।

ইস্কন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান ইস্কন মায়াপুরের ঝুলন উৎসব এবছর উনচল্লিশ(৩৯) তম বর্ষে পদার্পন করলো, যা চলবে আগামী ৩১ শে আগষ্ট, পূর্ণিমা তিথি পর্যন্ত। আর এ কদিন প্রতিদিনি চলবে বিভিন্ন ধর্মিয় আচার অনুষ্ঠান ।

পাশাপাশি তিনি আরও জানান পূর্ণীমার দিন, রাখি পূর্ণীমার পাশাপাশি ঐ দিনটির আলাদা আরও একটি গুরুত্ব রয়েছে, সেটা প্রভু বলরাম জয়ন্তী দিন হিসেবেও পালিত হয়।

মূলত মানুষের মধ্যে পরস্পর পরস্পরের ভালোবাসা স্থাপনের ব্রত নিয়ে ই এই ঝুলন উৎসব পালিত করা হয়। পাশাপাশি এই ঝুলন উৎসব উপলক্ষে ভগবানের কৃপা লাভ করার উদ্দেশ্যে সকলেই সমবেত হয়ে থাকেন। প্রতিবছরই নদীয়ার মায়াপুরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঝুলন উৎসব উপলক্ষে ভক্তের সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =