এস এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে আজ মঙ্গলবার যাদবপুর ৮ বি-তে এক বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: যাদবপুর :: মঙ্গলবার ২৯,আগস্ট :: রাজ্যের সর্বত্র রেগিং মুক্ত বহিরাগত সমাজবিরোধী মুক্ত ক্যাম্পাস গড়ার দাবিতে এস এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে আজ মঙ্গলবার যাদবপুর ৮ বি-তে এক বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

যদিও এই সমাবেশে পুলিশের কোনো অনুমতি নেই। তবে, পুলিশের অনুমতিকে তোয়াক্কা না করেই এই সমাবেশে এস এফ আই কর্মী সমর্থকরা যোগদান করছেন। এছাড়াও ইতিমধ্যে কলকাতা কিংবা কলকাতার বাইরে বিভিন্ন জেলা থেকে ছোটো ছোটো মিছিল করে এস এফ আই কর্মী সমর্থকরা আসছেন এই সমাবেশে যোগদান করতে।

যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে সেই সমাবেশ এস এফ আই ছাত্র সংগঠনের হলেও আসলে সিপিএমই রাস্তায় নামছে। সিপিএম -এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য নীলোৎপল বসু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী থাকবেন এই সমাবেশে। ঘটনাচক্রে এই তিন নেতাই যাদবপুরের প্রাক্তনী। যাদবপুরের পড়ুয়া মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সিপিএমকে নিশানা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =