নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ৩১,আগস্ট :: মঙ্গলবার রাণাঘাট এবং পুরুলিয়ায় সেনকো গোল্ডের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর বুধবার সকাল থেকে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ শহরের বিভিন্ন সোনার দোকান, ব্যাংক, পেট্রোল পাম্প পরিদর্শন করে সুরক্ষার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের কথা জানান।
আসানসোল দক্ষিণ থানার আই সি কৌশিক কুন্ডু জানান গতকাল সোনার দোকানে ডাকাতির ঘটনার পর পুলিশ কমিশনার বিশেষ দল তৈরী করে সারাদিন আসানসোলের বিভিন্ন সোনার দোকান, ব্যাংকের উপর নজর রাখবে, পরিদর্শন করার সময় কিছু সোনার দোকানে সুরক্ষা কর্মীর অনুপস্থিতি খেয়াল করেছেন তাছাড়া আরো সিসি ক্যামেরা বসাবার কথা বলা হয়েছে।
বিকালে সব সোনার দোকানদারদের নিয়ে একটা বৈঠক করা হবে যেখানে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আলোচনা হবে সামনে পূজোর উৎসব আসানসোল শহরকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে পুলিশের স্পেশাল বাহিনী সারা শহর টহল দেবে।