নিজস্ব সং:: সংবাদদাতা বাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ৩১,আগস্ট :: আমাদের মুখ্যমন্ত্রী বেড়াতে গেছেন, অমিতাভ বচ্চনের বাড়িতে গেছেন, কাগজে ছবি বেরিয়েছে। ওনার বেড়ানোটাই হবে’। আই.এন.ডি.আই.এ জোটের বৈঠকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই বৈঠকে যোগ দেওয়া নিয়ে ঠিক এই ভাষাতেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
বৃহস্পতিবার বাঁকুড়ায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বিরোধী জোটকে কটাক্ষ করে আরো বলেন, ‘ইউ.পি.এ নামের কলঙ্ক ঘোচাতেই ইণ্ডিয়া জোট তৈরী হয়েছে। এখন দেখা যাক ওরা সহমত হতে পারে কিনা!’
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, কংগ্রেসের অধীর চৌধুরী-কৌস্তভ বাগচীরা এরাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ‘লড়াই করা’র কথা বলছেন, আর ওখানে হাত মিলিয়ে বসে আছেন! এদের প্রতি মানুষের কোন বিশ্বাসযোগ্যতা নেই। এদের একমাত্র লক্ষ্য গদি বলেই তিনি দাবি করেন।
এছাড়াও এদিন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে পাশে বসিয়ে ডাঃ সুভাষ সরকার বলেন, এবার থেকে ফের পুরুলিয়া এক্সপ্রেস ফের ঝাঁটিপাহাড়ি স্টেশনে দাঁড়াবে। খুব দ্রুত তিনি নিজে ওই স্টেশনে উপস্থিত থেকে এই পরিষেবা চালু করবেন বলেও জানান।