সুদেষ্ণা মন্ডল ::সংবাদ প্রবাহ :: উত্তর ২৪ পরগনা: দমদম পার্ক ভারত চক্রের পুজোর থিমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ নয় বলে জানাল আদালত। মামলাকারীদের দাখিল করা সোশ্যাল মিডিয়ার রিপোর্টের ভিত্তিতে কোন পদক্ষেপ করবে না বলে জানালেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ।এই বিষয়ে আগামী ২৫ তারিখ পুলিশকে একটি রিপোর্ট দাখিল করার কথা বলা হয় ,তার পরেই পরবর্তী পদক্ষেপ।
উল্লেখ্য, পুজোর থিমে জুতোর ব্যবহারের বিরোধিতায় মামলা দায়ের হয় হাইকোর্টে। লেক টাউন থানায় একটি FIR দায়ের করা হয়েছিল। বিচারপতির এদিন প্রশ্ন করেন ” থিমের নাম – ধান দেবোনা, মান দেবোনা। এর সঙ্গে জুতো কিভাবে সম্পর্কযুক্ত ? ” –
এইদিন আইনজীবী জানান,তদন্তে জানা গিয়েছে মন্ডপের দুটি অংশ রয়েছে ।প্রথম অংশমাত্র মন্ডপ এবং দ্বিতীয় অংশ থিম । থিম এর সঙ্গে মাতৃ মন্ডপের দূরত্ব 11 ফুট । তাই কোনভাবেই মাতৃ মন্ডপ কে অপমানিত করার যুক্তি প্রমাণিত হচ্ছে না।যারা মামলাকারী, তারা কেউ নিজেরাই ওই মন্ডপ ভিজিট করেননি বলে অভিযোগ করে ক্লাবটির।