সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: শুক্রবার ১,সেপ্টেম্বর :: বৃহস্পতিবার গভীর রাতে জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, খাকুরদহ প্রাথমিক স্কুলের সামনে বেশ কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার এস আই দিগন্ত মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ আসছে জানতে পেরে ঘটনাস্থলে থাকা দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে পুলিশ চারজনকে ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ধারালো অস্ত্র ,দুটি লোহার রড ও একটি সাবল। ধৃতদের নাম তাপস নস্কর, শশধর নস্কর, আইসান মোল্লা এবং সালাম বৈদ্য ।
তাপস নস্কর ও শশধর নস্করের বাড়ি জয়নগর থানার হরিনারায়নপুর এলাকায় এবং আইসন মোল্লার বাড়ি হোগলা এলাকায়, সালাম বৈদ্য র বাড়ি দক্ষিণ বারাসত এলাকায়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, খাকুরদহ বাজারে ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল।
ধৃতদের সাথে আর কারা কারা ছিল এবং কোথায় ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল জেরা করে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। শুক্রবার ধৃতদের বারুইপুর আদালতে পাঠানো হয়।