নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১,সেপ্টেম্বর :: হাওড়া পৌরনিগমের প্রাক্তন কর্মচারী স্বর্গীয় তারাশঙ্কর ভট্টাচার্যের স্ত্রী কনকলতা ভট্টাচার্য্যের ( যাঁর বয়স বর্তমানে ১০৩ বছর ) প্রাপ্য ফ্যামিলি পেনশনের অঙ্ক দ্বিগুণ ধার্য্য করল হাওড়া পৌরনিগম। আজ ১লা সেপ্টেম্বর, ২০২৩ শুক্রবার থেকেই ওই পেনশন কার্যকর করা হলো বলে পৌরনিগম সূত্রের খবর।
হাওড়া সাঁকরাইলের চুনাভাটি অঞ্চলের নিমতলার কাছে রাধাদাসী পাঁচপাড়ায় ওনার বাড়ী পৌছে এদিন দুপুরে কনকলতা ভট্টাচার্য্যের হাতে ফ্যামিলি পেনশনের নথি তুলে দেন হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তীর নেতৃত্বে পৌরনিগমের শীর্ষ আধিকারিকমন্ডলী।
এই ধরনের ফ্যামিলি পেনশনের অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হাওড়া পৌরনিগমের ইতিহাসেও প্রথম বলে দাবি করা হয়েছে। জানা গেছে, তারাশঙ্করবাবু পৌরনিগমের মোটর বিভাগের কর্মী ছিলেন। ওনার মৃত্যুর পর পেনশন পাচ্ছিলেন ওনার স্ত্রী কনকলতা। উনি প্রায় ৯ হাজার টাকা পেনশন পেতেন। আজ থেকে তা দ্বিগুণ প্রায় ১৮ হাজার টাকা ধার্য্য করা হলো।
জানা গেছে, এদের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্য। এবং মনোরঞ্জনবাবুর ছেলে প্রদীপ ভট্টাচার্য। মনোরঞ্জনবাবু আগে পৌরনিগমের ওয়ার্কশপের কর্মী ছিলেন। এখন পেনশনভোগী। ওনার ছেলে প্রদীপ ভট্টাচার্য পৌরনিগমের ৫নং বরোর বর্তমান কর্মী।