ভরা ভাদ্রের প্যাঁচপ্যাঁচে গরম! তার উপর গোদের উপর বিষফোড়ার মতো নতুন সমস্যা হাজির লোডশেডিং।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ২,সেপ্টেম্বর :: ভরা ভাদ্রের প্যাঁচপ্যাঁচে গরম! তার উপর গোদের উপর বিষফোঁড়ার মতো নতুন সমস্যা হাজির লোডশেডিং। নাজেহাল অবস্থা বাঁকুড়াবাসীর। দিনে আর রাতে দীর্ঘসময় লোডশেডিং এর জেরে চরম সমস্যায় এই জেলার আবালবৃদ্ধবনিতা। সঙ্গে বিভিন্ন জরুরী পরিষেবাও বিঘ্নিত হচ্ছে বলে খবর।

আর এই লোডশেডিং নিয়ে রাজ্য সরকারকেই কাঠগোড়ায় তুলেছে বিজেপি। দলের যুব সংগঠনের রাঢ় বঙ্গ কনভেনর সৌগত পাত্রের দাবি রাজ্য সরকার ‘দেউলিয়া’ হয়ে পড়েছে, আর তাই কয়লা কিনে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা গুলিকে দিতে না পারার কারণেই সমস্যা বেড়েছে। রাজ্যে সেভাবে কোন বড় শিল্প নেই, তারপরেও কেন দীর্ঘসময় এই লোডশেডিং তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

বাঁকুড়া শহরের বাসিন্দা, শিক্ষক দীনবন্ধু ভূষণ বলেন, ছোটো বড় সকলেই সমস্যায় পড়ছে। স্কুলে এসে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। বাড়িতে ৮৪ বছরের অসুস্থ বাবা রয়েছেন। ফলে লোডশেডিং এর জেরে সমস্যা আরো বেড়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =