ইস্টবেঙ্গল ক্লাবের পাশে হানা দিয়ে ৪ টিকিট ব্ল্যাকে বিক্রেতাকে হাতেনাতে ধরল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। তাদের কাছ থেকে ডুরান্ড ফাইনালের বিপুল সংখ্যক টিকিট উদ্ধার হয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: রবিবার ৩,সেপ্টেম্বর :: ডার্বি টিকিটের জন্য হাহাকার। মোহনবাগান-ইস্টবেঙ্গল, দুই ক্লাবের সামনেই টিকিটের জন্য লম্বা লাইন। টিকিটের জন্য সমর্থকদের হাহাকার। এরমধ্যেই অভিযোগ উঠেছিল চড়া দামে ডার্বির টিকিট ব্ল্যাক করার।

শনিবার রাতে ইস্টবেঙ্গল ক্লাবের পাশে হানা দিয়ে ৪ টিকিট ব্ল্যাকে বিক্রেতাকে হাতেনাতে ধরল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। তাদের কাছ থেকে ডুরান্ড ফাইনালের বিপুল সংখ্যক টিকিট উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ময়দানের লেসলি ক্লডিয়াস সরণীর ইস্টবেঙ্গল ক্লাবের কাছে চড়া দামে ডুরান্ড ফাইনালের টিকিট বিক্রি করা হচ্ছিল বলে খবর যায়। এরপরই কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা সেখানে হানা দেন। চারজনকে ব্ল্যাকারকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল-অজয় শেঠ, মুশির আহমেদ, ওমপ্রকাশ শেঠ ও মহম্মদ রশিদ।

টিকিট ব্ল্যাকার হিসেবে তাদের নাম পুলিশের খাতায় রয়েছে বলে খবর। তাদের কাছ থেকে প্রচুর টিকিট উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠছিল, ৫-৬ গুণ দামে কালোবাজারি হচ্ছে টিকিটের। অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + six =