অতুল মণ্ডল স্মৃতি সাঁতার কেন্দ্রের উদ্যোগে বাঁকুড়া শহরের প্রতাপবাগানে ২৪ তম সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ৪,সেপ্টেম্বর :: অতুল মণ্ডল স্মৃতি সাঁতার কেন্দ্রের উদ্যোগে বাঁকুড়া শহরের প্রতাপবাগানে ২৪ তম সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো। রবিবার এই প্রতিযোগীতায় ২৭ টি বিভাগে ৪০০ জন পুরুষ মহিলা প্রতিযোগী অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানকার বেশ কয়েকজন সাঁতারু ইতিমধ্যে রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগীতায় অংশগ্রহণ করে সাফল্য পেয়েছেন। বাঁকুড়ার মতো জায়গায় সাঁতারকে জনপ্রিয় করে তোলার পিছনে অতুল মণ্ডল স্মৃতি সাঁতার কেন্দ্রের বিশেষ ভূমিকা আছে বলেও দাবি করা হয়েছে।এদিন এই প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রাক্তন সেনা কর্মী সৌগত মিশ্র, স্কুল পড়ুয়া বৈশালী দত্ত, কলেজ পড়ুয়া মৌপিয়ালী ব্যানার্জী থেকে গৃহবধূ আয়েশা খাতুনরা বলেন, সুস্থ ও নিরোগ থাকার পিছনে সাঁতারের বিশেষ ভূমিকা আছে।

আঞ্চলিক স্তরে এই প্রতিযোগীতার আয়োজনের পিছনে যথেষ্ট গুরুত্ব আছে। সাঁতার যেকোন বয়সে শেখা যায়। এই প্রতিযোগীতায় অংশ নিতে পেরে তারা প্রত্যেকেই ভীষণ খুশী বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 7 =