নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ৪,সেপ্টেম্বর :: আসানসোল কর্পোরেশন এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে রায়পাড়া । যেখানে গ্রামবাসীদের অভিযোগ কাউন্সিলর এর বিরুদ্ধে কোনরকম ভাবে তাদের রাস্তা ,কল ,নর্দমার কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠছে ।
ভোট পেরিয়ে যাওয়ার পরে স্থানীয় মহিলাদের অভিযোগ কাউন্সিলর এর দেখা পাওয়া যায় না দীর্ঘদিন ধরে। অ্যাপ্লিকেশন দিয়ে আসার পরেও কোন সুরাহা হয়নি বলে জানায় গ্রামবাসীরা ।যেখানে কাউন্সিলর রিনা মুখার্জির এর বক্তব্য কর্পোরেশনের তরফ থেকে সব রকমই কাজ হচ্ছে। কিন্তু আস্তেআস্তে একের পর এক কাজ হয়ে আছে।
কাউন্সিলর জানান যখন সব রাস্তা হচ্ছে মমতা ব্যানার্জির যে পথশ্রী প্রকল্প শুরু করেছে তাকে সব ওয়ার্ডেই ১০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। সেদিন থেকেই আমরা একের পর এক কাজ করছি। এই রায় পাড়ার রাস্তাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে বলে জানান কর্পোরেশনের কাউন্সিলার রিনা মুখার্জী