নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ৪,সেপ্টেম্বর :: যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ছাত্রের রেগিং জেরে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি তোলপাড়।
আর এরই মাঝে আজ অর্থাৎ সোমবার দুপুর আড়াইটের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত এই পড়ুয়ার মা-বাবা, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে দেখা করতে এলেন।
মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবে না। যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের শাস্তি হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে জানালেন মৃতের বাবা। মৃতের মা স্বপ্না কুন্ডু কে সরকারি চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর ।