নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৫,সেপ্টেম্বর :: রায়না ২ ব্লকের বুলচন্দ্রপুর থেকে মোহনপুর যাওয়ার রাস্তার অবস্থা একেবারে বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা থাকা সত্ত্বেও সারানোর কোন নাম গন্ধ নেই। প্রত্যেকদিন এইভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।
অথচ এই রাস্তা দিয়ে চলাচল না করে উপায় নেই সাধারণ মানুষের। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ও এই রাস্তা দিয়েই যাতায়াত করে। হাটে বাজারে যাওয়ার জন্য কিংবা যেকোনো কারণে এই রাস্তাটাই একমাত্র অবলম্বন স্থানীয় জনসাধারণের।জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে রাস্তা মেরামত করে দেওয়া হবে।
কিন্তু তাতেও কোন কাজ হয়নি রাস্তার। যত্রতত্র খানাখন্দে ভর্তি রাস্তায় জমে রয়েছে জল। ইতিপূর্বে একবার রাস্তা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছিল স্থানীয়রা। তাতেও শুধুমাত্র আশ্বাস মিলেছিল রাস্তা সারিয়ে দেওয়ার কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এমনটাই জানালেন পাঁইটা এলাকার বাসিন্দা বিপ্লব রায়। কবে রাস্তা সংস্কার করা হবে, সেইদিকেই হাপিত্যেশ করে বসে রয়েছেন স্থানীয়রা।