নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: মঙ্গলবার ৫,সেপ্টেম্বর :: ইসরোর দুই বিজ্ঞানী এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। সাড়ে তিনটের সময় দুজনে আসেন হঠাতই চলে যান উপাচার্যের ঘরে।
তারপর উপাচার্যের সঙ্গে ঘন্টাখানেক বৈঠক করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় তিন আধিকারিক বিশ্ববিদ্যালয়ের একটি ব্লু প্রিন্ট হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচখানা গেট বিশ্ববিদ্যালয় ওপেন এয়ার থিয়েটার সহ সমস্ত জায়গা ঘুরে দেখায় ইসরোর প্রতিনিধিদের।
তারা প্রত্যেকটির গেটের নকশা হাতে আঁকেন এবং কোথায় কি ধরনের টেকনোলজি ব্যবহার করার প্রয়োজন তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মূলত ইমেজ রিকগনাইজেশন ডবল টোকেন মেসেজ বেস সিস্টেম আউটসাইডারদের জন্য, RFID সিসিটিভি ক্যামেরা কিভাবে বসালে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সমস্ত বিষয় নিয়ে প্রাথমিকভাবে তারা পরিকল্পনা করেন।