সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বুধবার ৬,সেপ্টেম্বর :: রীতিমত নিজের ছবি, ফোন নম্বর দিয়ে মানুষ মারার জন্য ‘সুপারি কিলিং’ এর বিজ্ঞাপন। ভিজিটিং কার্ড ছাপিয়ে এলাকায় পোস্টারিং করে চলছে প্রচার।
ঘটনার খবর জানতে পেরেই ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে মঃ সেলিম মোল্লা ওরফে বুলেটকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি বন্দুক ও দু-রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বিগত দু তিন ধরেই এলাকার বিভিন্ন সুত্র মারফৎ এই ভিজিটিং কার্ডের খবর মিলছিল। পাশাপাশি ক্যানিংয়ের ধর্মতলা এলাকা সহ আশপাশের বেশ কয়েকটি জায়গায় এ সম্পর্কে পোস্টারও পড়ে। বিষয়টি জানতে পেরেই ক্যানিং থানার বিশেষ তদন্তকারী দল সাব ইন্সপেক্টর রঞ্জিত চক্রবর্তীর নেতৃত্বে হানা দেয় ধর্মতলা গ্রামে। সেখানে তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।