বিদ্যুতে লোডশেডিং বন্ধ, দাম বৃদ্ধির প্রতিবাদে নন্দকুমার স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন অ্যাবেকার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দকুমার :: শনিবার ৯,সেপ্টেম্বর :: গৃহস্ত, বাণিজ্যিক এবং ক্ষুদ্র শিল্পগ্রাহকদের মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ এর নামে বিদ্যুতের ব্যাপক দাম বাড়ানো, স্মার্ট মিটার চালুর প্রতিবাদে, লোডশেডিং বন্ধের দাবিতে আজ সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির (অ্যাবেকা) পক্ষ থেকে নন্দকুমার স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

নন্দকুমার বাজারে রাজীব পার্ক থেকে মিছিল করে বিদ্যুৎ দপ্তরে এসে গ্রাহকরা বিক্ষোভ দেখান। বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য প্রণব মাইতি, নন্দকুমার সাপ্লাইয়ের সভাপতি ঈশ্বর কুমার চক্রবর্তী, সম্পাদক মঞ্জুরী মোহন মাইতি, সনাতন দাস প্রমূখ।

পরে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দিলে তিনি বিষয়গুলি দেখবেন বলে জানান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়গুলি রাখবেন। আগামী ২৭শে সেপ্টেম্বর সল্টলেক বিদ্যুৎ ভবনে ডেপুটেশন হবে বলে প্রণব বাবু জানান।

তিনি বলেন আন্দোলনের মাধ্যমে অতিরিক্ত সিকিউরিটি চার্জ আদায় বন্ধ করা গেছে, বহু ক্ষেত্রে দাবি আদায় হয়েছে। আজকেও এই দাবি আদায় করা সম্ভব হবে। এজন্য তিনি এলাকায় এলাকায় ছোট ছোট সভা করে গ্রাহকদের সচেতন করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 2 =