নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নিজেদের খুশি মত কাজ করছে আরপিএফ, বিক্ষোভ প্রদর্শন

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: নিউজলপাইগুড়ি :: শনিবার ৯,সেপ্টেম্বর :: শিলিগুড়ির অন্তর্গত নিউ জলপাইগুড়ি রেল স্টেশন চত্বরে নিজেদের খুশি মত কাজ আরপিএফ এর , প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন। শিলিগুড়িরতে এই বছর থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলছে সৌন্দর্যায়নের কাজ ।

এই কাজে এনজেপি রেল স্টেশন সংস্কারের নাম করে রেলের কিছু আধিকারিক নিজেদের খুশিমতন কাজ করে চলেছেন। এই অভিযোগ তুলে এনজেপি স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আই এনটি ইউ সি নিউ জলপাইগুড়ি শাখা।

জানা গেছে, শুক্রবার আরপিএফ অফিসাররা স্টেশনের পাশে থাকা অস্থায়ী দোকানগুলির সামনে ব্যারিগেট লাগিয়ে দেয়। সেই জন্য সমস্যায় পড়ে যান ব্যবসায়ীরা। যার প্রতিবাদে আজ দুপুরে বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি নেতৃত্ব এ ছাড়া একাধিক কর্মীরা।

এই বিষয়ে আইএনটিটিইউসি এনজেপি শাখার সভাপতি সুজয় সরকার জানিয়েছেন রেলওয়ে স্টেশনে সংস্কার করার নাম করে নিজেদের খেয়াল খুশিমত কাজ করছে রেলের কিছু কর্তা।আমরা উন্নয়নের পক্ষে।তবে ব্যবসায়ীদের কথাও রেলকে ভাবতে হবে।ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে রেলের সিদ্ধান্ত নেওয়া উচিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =