জওহর নবোদয় বিদ্যালয়ে রেগিং

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডালখোলা :: শনিবার ৯,সেপ্টেম্বর :: জওহর নবোদয় বিদ্যালয়ে রেগিং এর শিকার এক কিশোর। উত্তর দিনাজপুর জেলার ডালখোলার ঘটনা, ডালখোলার জওহর নবোদয় বিদ্যালয়ে ঘটে গেল আবারও রেগিং এর ঘটনা। এবারে রেগিংএর শিকার অষ্টম শ্রেণীর ছাত্র রনজিত পাল।

রনজিতের বাড়ি জেলারই ইটাহার থানার অন্তর্গত বোষ্টম তলায়। গত রবিবার রনজিতের বাবা ঈশ্বরচন্দ্র পাল ছেলেকে নিয়ে বিকেলে রেখে আসেন বিদ্যালয় এর ছাত্রাবাস শিবালিক হাউসে। ওই রাতেই রনজিত কে ডেকে পাঠায় ছাত্রাবাসের দশম শ্রেণীর তিন ছাত্র মনদীপ বর, বিশাল সিং, সারিফুল রশিদ।

তারা রনজিত কে প্রথমে এটো বাসন মাজতে পাঠায়। তারপর বাসন মাজা ঠিক হয়নি বলে ও নানান অজুহাতে তার উপরে চলে অকথ্য অত্যাচার। সঙ্গে চলে মারধোর সহ অশালীনতা। রনজিৎ এই বিষয়ে হোস্টেল সুপারকে অভিযোগ জানালে তার উপর আবারও নেমে আসে অবর্ণনীয় অত্যাচার।

কোনরকম ভাবে বাড়িতে জানালে বাবা ঈশ্বরচন্দ্র পাল গ্রামেরই দুই একজনকে সঙ্গে নিয়ে ছুটে যান ওই নবোদয় বিদ্যালয়ে, সেখানে ছেলের শারীরিক ও মানসিক অবস্থা দেখে দ্রুত নিয়ে চলে আসেন বাড়িতে, চিকিৎসার ব্যবস্থা করেন।

অন্যদিকে বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রেহান এর কাছে অভিযোগ জানালে অধ্যক্ষ ওই তিন দশম শ্রেণীর ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করেন। প্রশ্ন উঠছে ছাত্রাবাসের সুপার কোথায় ছিলেন? তার নজরে কেন এলোনা এই রেগিং এর ঘটনা? যেখানে বহিষ্কৃত ছাত্ররা এখনো হুমকি দিয়ে চলেছে ছাত্রাবাসে ঢুকে রনজিৎকে হত্যা করবার। ভয়ে ওই বিদ্যালয়ে যেতে চাইছে না রনজিৎ পাল নামের অষ্টম শ্রেণীর ছাত্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 14 =