নদী-বাঁধের মাটি চুরি রুখতে এবার আসরে প্রমীলা বাহিনী

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: সোমবার ১১,সেপ্টেম্বর :: – নদী বাঁধের কোলে ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে বসা মাটি কাটছে ইটভাটার মালিকরা । প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি । অবশেষে বাধ্য হয়ে এলাকার মহিলারাই ড্রেজার আটকে দিয়ে বন্ধ করে দিলেন মাটি তোলার কাজ।

একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের সময় সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গৃহহীন হয়ে পড়েন বহু পরিবার। উপকূল তীরবর্তী এলাকার মানুষদের রক্ষা করার জন্য রাজ্য সরকার বেহাল নদীবাঁধ সংস্কারের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে।

অথচ প্রশাসনকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘদিন ধরে দিনে দুপুরে চলছে নদী বাঁধের মাটি চুরি।  প্রশাসনের নাকের ডগায় নদীর ভেরীর কোলে ড্রেজার দিয়ে বসা মাটি তুলছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের ইট ভাটার মালিকরা। একই সঙ্গে চলছে বনদপ্তরের বসানো নদীর পাড়ের গাছ কাটার কাজও ।

সব খবর জানার পরও সেচ বিভাগের এসএসডিও অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রশাসনের আধিকারিকরা ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকায় বাধ্য হয়ে নিজেদের তাগিদে এলাকার মহিলারা একজোট হয়ে বন্ধ করে দিলেন ড্রেজার দিয়ে মাটি কাটার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 5 =