কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১২,সেপ্টেম্বর :: : বিরোধী দলনেতা গঠনের দিনে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।ব্লক চত্বরেই হাতাহাতিতে জড়িয়ে পড়লো তৃণমূলের দুই পক্ষ।একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ।নেপথ্যে সেই পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে টিকিটের নাম করে টাকা চাওয়ার ভাইরাল অডিও ক্লিপ।
ব্যাপক উত্তেজনা ব্লক চত্বরে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। সমগ্র ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির। অস্বস্তিতে শাসকদল।প্রসঙ্গত, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে সোমবার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা গঠনের জন্য তৃণমূলের ছয়জন পঞ্চায়েত সদস্য হাজির হয়েছিল। জোটের দখলে থাকা ওই গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে বিরোধী আসনে রয়েছে রাজ্যের শাসকদল।
সেই সময় ব্লক চত্বরে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা আভা দাসের ছেলে বাপি দাস কে বাইক আটকে চাবি কেড়ে নিয়ে মারধরের অভিযোগ উঠে ব্লক তৃণমূল সভাপতি মানিক দাসের অনুগামী তুলসিহাটা অঞ্চল তৃণমূলের সভাপতি আবুল হোসেন আশরাফি সহ তার দলবলের বিরুদ্ধে।
যদিও পাল্টা অঞ্চল সভাপতির অভিযোগ বাপি দাস তাকে কটুক্তি করায় তিনি প্রতিবাদ করেন।প্রতিবাদ করতে গেলে বাপি দাস তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে। ঝামেলার কথা মেনে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও