গঙ্গার ভাঙ্গনে তলিয়ে গিয়েছে ৫০ মিটার নদী বাঁধ, রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৩,সেপ্টেম্বর :: রতুয়ার পর মানিকচক। মঙ্গলবার মানিকচকের নারায়নপুর গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে ৫০ মিটার নদী বাঁধ এর অংশ।স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার মানিকচকের নারায়নপুর এলাকায় নদী বাঁধে দেখা দিয়েছিল ভাঙন।

সেখান থেকে ১০০ মিটার দূরে আবার মঙ্গলবার হঠাৎ করে শুরু হয় তীব্র ভাঙন।স্থানীয়দের দাবি ভাঙনের কারণে আনুমানিক ৫০ মিটার বোল্ডার বাঁধানো অংশ নদী গর্ভে তলিয়ে যায়।কোটি কোটি টাকা খরচ করে বোল্ডার দিয়ে নদীর পাড় বাঁধানো হয়েছিল।

তারপরেও ভাঙন অব্যাহত , রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।মানিকচকের নারায়নপুরে নতুন করে ভাঙন শুরু হয়েছে।কয়েকদিনের ভাঙনের জেরে বোল্ডার দিয়ে বাধানো নদী পাড়ের প্রায় কয়েকশো মিটার নদীগর্ভের তলিয়ে গেছে।নদী থেকে মাত্র ২০- ৩০ মিটার দূরে বাঁধ রয়েছে।

পথ ক্ষতিগ্রস্ত হলে পুরো গ্রাম তলিয়ে যাবে বলে আশঙ্কায় প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা। ভয়ে রাতের ঘুম উড়েছে তাদের ।যদিও পরিস্থিতির উপর নজর রয়েছে সেচ আধিকারিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =