সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মন্দিরবাজার :: বৃহস্পতিবার ১৪,সেপ্টেম্বর :: আজব এক গ্রাম । বর্ষাকালে ছমাস ধরে জলমগ্ন গোটা এলাকা ।চর্ম রোগে ভুগছেন শয়ে-শয়ে পরিবার । সব দেখেও প্রশাসন নির্বিকার ।
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ব্লকের লক্ষীকান্তপুর, নলপুকুর ও পোলেরহাট এই তিনটি গ্রামের পাঁচটি পাড়া বছরের ছমাস জলমগ্ন হয়ে থাকে । সাপ-ব্যাঙ , বিষাক্ত পোকা-মাকড়ের সঙ্গে মানুষের বাস । সব জেনে শুনেও প্রশাসন উদাসীন।
এইভাবে থাকাটা শুধু এক দু দিনের জন্য নয়, আজ ১০ থেকে ১৫ বছর এইভাবে জীবনযাত্রা কাটিয়ে যাচ্ছেন এলাকার মানুষ । আরো অভিযোগ এই অবস্থার মধ্যে সাপ ব্যাঙ ও বিষাক্ত কীটপতঙ্গের সঙ্গে বসবাস করতে হচ্ছে প্রায় পাঁচ হাজার মানুষকে। ইতিমধ্যে চার থেকে পাঁচজনকে সাপের ছোবল খেতে হয়েছে। সন্ধ্যার পরে আতঙ্কে ঘুম চলে যাচ্ছে এলাকার মানুষের।
পিপাসার জল হিসাবে ডুবে থাকা কলের দুর্গন্ধ যুক্ত জল খেতে হচ্ছে। ছেলেমেয়েদের স্কুলে যাওয়া প্রায় বন্ধ। বৃদ্ধ-বৃদ্ধারা গৃহবন্দী। অসুস্থ মানুষ সুযোগ পাচ্ছেননা চিকিৎসা করানোর। অভিযোগ প্রতিটা বাড়িতে বাড়িতে জ্বর, মশার উপদ্রব, গায়ে চর্মরোগ ভরে যাচ্ছে পচা জল মাড়িয়ে হাঁটাচলা করার ফলে।
উপায় না দেখে অনেকেই ছমাসের জন্য নিজের বাড়ি ছেড়ে চলে যান অন্যত্র ভাড়া ঘরে। কারণ রান্নাঘর থেকে শোবার ঘর পর্যন্ত সবই জলমগ্ন ।এমনকি আইসিডিএস সেন্টার স্কুল ও এই জল যন্ত্রনাতে ভুগছে।